মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে জানবে অন্যপক্ষ – সত্যি না গুজব❓

মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে জানতে পারবে অপরপক্ষ” এমন একটি ফিচার নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে। অনেক ফেসবুক ব্যবহারকারী এই খবরটি নিয়ে বেশ শঙ্কায় আছেন। মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট নিলে নোটিফিকেশন যাবে অন্য পক্ষের কাছে – এই ধরনের খবরের যৌক্তিকতা কতটুকু তা জেনে নেওয়া যাক চলুন।




স্ক্রিনশট একটি অসাধারণ ফিচার। কোনো মিম সেভ করা, ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো নোট রাখা বা বন্ধুর মজার কাজের হদিস রাখার কাজে আমরা সবাই স্ক্রিনশট ফিচার ব্যবহার করে থাকি। কিন্তু বলা হচ্ছে ‘ফেসেঁ যেতে পারেন’ মেসেঞ্জারের স্ক্রিনশট তোলার ফলে।

স্ক্রিনশট এর ভালো খারাপ উভয় দিকই রয়েছে। বিশেষ করে অন্য ব্যক্তির ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নষ্ট হতে পারে স্ক্রিনশট এর কারণে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ফটো-শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটে একটি সেফটি ফিচার রয়েছে।

স্ন্যাপচ্যাটে কোনো ব্যাক্তি চ্যাটে থাকা অন্য ব্যাক্তির পাঠানো ছবি বা ভিডিও এর স্ক্রিনশট নিলে তা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়। সম্প্রতি ছড়িয়ে পড়েছে যে ফেসবুক মেসেঞ্জার ও ইন্সটাগ্রামের মেসেঞ্জারে স্ক্রিনশট নিলে স্ন্যাপচ্যাট এর মতো এলার্ট নোটিফিকেশন যাবে।

বেশ আগে থেকেই ইন্সটাগ্রাম এর “Disappearing Messages” ফিচার চালু থাকা অবস্থায় স্ক্রিনশট নিলে তা এলার্টের মাধ্যমে জানানো হয়। গুঞ্জন শোনা যাচ্ছিলো এই নিরাপত্তা ফিচার আসতে চলেছে ফেসবুক মেসেজিং অর্থাৎ মেসেঞ্জারে। অনেকে এই বিষয় নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করছিলো। তবে মজার ব্যাপার হলো এই খবরটি যত ভয়ানক শোনায় এটি আসলে তত ভয়ানক নয়।

ফেসবুক মেসেঞ্জারের সকল চ্যাটের ক্ষেত্রে নয়, বরং নির্দিষ্ট চ্যাট এর ক্ষেত্রে স্ক্রিনশট নিলে নোটিফিকেশন যাবে। সহজ করে বলতে গেলে, সাধারণ মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট গ্রহণে কোনো ধরনের সমস্যা পড়বেন না মেসেঞ্জার ব্যবহারকারীগণ।

শুধুমাত্র মেসেঞ্জার এর এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ও ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এর স্ক্রিনশট নিলে তবেই নোটিফিকেশন যাবে। অর্থাৎ সকল মেসেঞ্জার চ্যাটে স্ক্রিনশট নিলে নোটিফিকেশন যাওয়ার খবরটি সম্পূর্ণ সঠিক নয়।

সম্প্রতি মার্ক জাকারবার্গ জানান যে স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন মেসেঞ্জার ব্যবহারীগণ, তবে এই নিয়ম শুধুমাত্র এন্ড-টু-এন্ড এনক্রিপটেড মেসেঞ্জার চ্যাট যা ভ্যানিশ মোড ও ডিজঅ্যাপিয়ারিং মেসেজ নামে পরিচিত, তার ক্ষেত্রে প্রযোজ্য।

সাধারণত ফেসবুক মেসেঞ্জারে আমরা যে চ্যাট করি, অর্থাৎ কারও ফেসবুক প্রোফাইলে গিয়ে মেসেজ অপশনে ক্লিক করে সরাসরি যে মেসেজ দিই সেগুলোর স্ক্রিনশট নিলে নোটিফিকেশন যাবেনা। তবে ভ্যানিশ মোড বা ডিজঅ্যাপিয়ারিং মোড এ কনভার্সেশন এর স্ক্রিনশট নিলে নোটিফিকেশন যাবে।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Privacy Policy Generator For Business, Blog or Website

How to Take a Screenshot on a Mac

SAMSUNG 980 SSD 1TB