বইয়ের দাম ১২ লাখ ডলার !

ইংলিশ ঔপন্যাসিক মেরি শেলির ক্ল্যাসিক উপন্যাস ‘ফ্রাঙ্কেনস্টাইন’-এর প্রথম মুদ্রণের একটি কপি ১১ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নিলামে বইটি এই রেকর্ড দামে বিক্রি  হয়।



মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামকারী প্রতিষ্ঠান ‘ক্রিস্টিস’ ওই নিলামের আয়োজন করে। তারা ধারণা করেছিল, বইটি ২ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ ডলারে বিক্রি হতে পারে। কিন্তু তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে বইটির একটি কপি ছয় গুণ বেশি দামে বিক্রি হয়েছে। তবে বইটির ক্রেতার নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানায়নি নিলামকারী প্রতিষ্ঠানটি।


ফাইন বুকস ম্যাগাজিনের মতে, কোনো নারী লেখকের লেখা কোনো বইয়ের এটিই সর্বোচ্চ দামে বিক্রি হলো। মেরি শেলি ছিলেন ইংলিশ রোমান্টিক কবিদের অন্যতম পার্সি বি শেলির স্ত্রী।


১৮১৮ সালে মেরি শেলির লেখা বইটির ৫০০ কপির একটি কপি বেনামে ছাপা হয়েছিল। এরই একটি ছিল নিলামে তোলা বইটি।


পার্সি বি শেলি বইটির ভূমিকা লিখেছিলেন। আর বইটি উৎস্বর্গ করা হয় মেরি শিলর বাবা উইলিয়াম গডউইনকে। তিনি একজন সাংবাদিক ও রাজনৈতিক দার্শনিক ছিলেন। ১৯৮৫ সালে বইটি প্রথম নিলামে তোলা হয়েছিল।


ক্ল্যাসিক সাহিত্যকর্মটিতে এমন একজন বিজ্ঞানীর কথা বলা হয়েছে, যিনি একজনের মরদেহকে জীবিত করে এমন একটি প্রাণী সৃষ্টি করেছিলেন যেটি পরবর্তীতে বেপরোয়া হয়ে উঠেছিল।


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

SAMSUNG 980 SSD 1TB

How to Take a Screenshot on a Mac

Bank IFSC