জেনে নিন ঘন লম্বা চুলের সহজ উপায় Long Hair


ঘন লম্বা চুল সবার পছন্দ, কিন্তু চুলকে সতেজ রেখে লম্বা করতে লাগবে মাত্র কয়েকটা সহজ উপায়



ঘন লম্বা চুল সবার পছন্দ, কিন্তু চুলকে সতেজ রেখে লম্বা করতে লাগবে মাত্র কয়েকটা সহজ উপায়


 

অ্যালোভেরা জেল: বাড়িতে Aloe Vera গাছ না থাকলে, বাজার থেকে Aloe Vera Gel কিনে নিন। Aloe Vera জেল মাথার স্ক্যাপ্ল-এ ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠাণ্ডা জলে চুল ধুয়ে ফেলুন।  Aloe Vera চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে।



>

ডিম: ডিমের প্রোটিন এবং সালফার  চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে।  Olive oil আর ডিম মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। ৩০-৪০ মিনিট রাখার পরে শ্যাম্পু করে নিন, এর ফলে চুল সিল্কি হয়ে উঠবে।



মেথি: পাতলা চুলকে ঘন করতে মেথির ব্যবহার অপরিহার্য। আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে রাখুন, পরের দিন সেই ভিজিয়ে রাখা মেথি দানা ছেঁকে নিন, হাফ কাপ পরিষ্কার জল যোগ করে ব্লেন্ড করে নিন।  পেস্ট-টি চুলের গোড়ায়  ৩০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।


टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

SAMSUNG 980 SSD 1TB

How to Take a Screenshot on a Mac

Bank IFSC