চাহিদা কম থাকায় আইফোন তৈরি বন্ধ করল অ্যাপল



বাজারে ছাড়ার এক বছরের মধ্যেই আইফোন ১২ মিনি স্মার্টফোনের উৎপাদন বন্ধ করে দিয়েছে অ্যাপল। ম্যাকরিউমার্স ডটকমের প্রতিবেদনে এর কারণ হিসেবে বলা হয়েছে, একই সিরিজের আইফোন ১২, আইফোন ১২ প্রো এবং আইফোন ১২ প্রো ম্যাক্সের মতো বাজারে পর্যাপ্ত চাহিদা না থাকায় এমনটা করেছে মার্কিন প্রতিষ্ঠানটি।


অ্যাপলের পক্ষ থেকে অবশ্য এ ব্যাপারে কোনো বক্তব্য মেলেনি। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এখনো ৬৯৯ ডলারের ৫.৪ ইঞ্চি ডিসপ্লের আইফোন ১২ মিনি বিক্রির জন্য রাখা আছে। আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি দেখতে হুবহু এক। নামের সার্থকতা প্রমাণ করে মিনি সংস্করণটি কেবল আকারে কিছুটা ছোট।



এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে বড় আইফোন হলো আইফোন ১২ প্রো ম্যাক্স। সেটির সঙ্গে আকারের তুলনা করলে ১২ মিনি মডেলটি বেশ ছোট। গত বছর নভেম্বরে বাজারে আসে স্মার্টফোনটি। কালো ও সাদার সঙ্গে নীল, লাল সবুজ এবং বেগুনি রঙে বাজারে ছাড়া হয় সেটি।


উড়ো খবর অনুযায়ী এ বছরই আইফোন ১৩ বাজারে আসবে। সঙ্গে একটি মিনি সংস্করণ থাকবে বলেও শোনা যাচ্ছে।

टिप्पणियाँ

इस ब्लॉग से लोकप्रिय पोस्ट

Privacy Policy Generator For Business, Blog or Website

How to Take a Screenshot on a Mac

SAMSUNG 980 SSD 1TB